মৌলভীবাজার জুলাই শহীদ দিবস- উপলক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে ১৬ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা, গল্প বলা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামী ইতিহাসকে স্মরণ করে বক্তারা দেশের অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের বর্ণনা: আলোচনা সভায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গল্প বলা পর্বে তাদের জীবন ও সংগ্রামের নানা অজানা দিক তুলে ধরা হয়।
বক্তাদের মূল বক্তব্য: ★ জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শহীদদের রক্তে লেখা ইতিহাস আমাদের শক্তি ও প্রেরণার উৎস। তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা সকল স্তরে উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছি।”
★ ছাত্র নেতারা: বৈষম্য বিরোধী আন্দোলনের কথা স্মরণ করে বলেন, “শহীদরা আমাদের পথ দেখিয়েছেন, এখন আমাদের দায়িত্ব একটি সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা।”
★ সাংবাদিক প্রতিনিধিরা মুক্তচিন্তা ও গণতন্ত্র রক্ষায় মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের বিশেষ দিক: ★ শহীদদের স্মরণে কবিতা ও গল্প পাঠ।
★ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
★ জুলাই আন্দোলনের আলোকচিত্র প্রদর্শনী।
উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ: ★ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
★ রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি।
★ জাতীয় ও স্থানীয় মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সমাপনী কথা: অনুষ্ঠানটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও দেশের উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার বার্তা দিয়ে শেষ হয়। জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শহীদদের স্বপ্নকে ধারণ করে আমরা এগিয়ে যাব, এটাই হোক আমাদের অঙ্গীকার।”
পাঠকের মন্তব্য