জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

গাড়ি কেটে বের করা হল তিন বোনসহ ৪ জনের লাশ

তিন বোনসহ ৪ জনের লাশ
তিন বোনসহ ৪ জনের লাশ
মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

নরসিংদীর বেলাবোতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ বোনসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতদের লাশ প্রাইভেটকারের স্টিয়ারিংয়ের সাইড কেটে বের করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী ও ভৈরবের সীমান্তবর্তী এলাকা দরিকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা বেইজিং ডাইং অ্যান্ড উইভিং ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার নোয়াব আলী (৫৪), নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের সমাজকল্যাণ কর্মকর্তা খায়রুন্নাহার (৩৫), তার ছোটবোন তিষা (২২) ও কামনা (২৪)। আহত লুনা বেগমকে (৩৭) মুমূর্ষু অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, নোয়াব আলী নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের খায়রুন্নাহার ও তার তিন বোনকে নিয়ে প্রাইভেটকারে ভৈরবে ঘুরতে যান। ঘুরা শেষে ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হন। আহত লুনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কাজল মিয়া জানান, হঠাৎ বিকট শব্দ। তাকিয়েই দেখি একটা প্রাইভেটকার একটি বাসের ভেতর ঢুকে যাচ্ছে। প্রথমে চিৎকারের শব্দ শুনতে পেলাম। বাসটি প্রাইভেট কারটিকে নিচে ফেলে রাস্তায় ঘসতে ঘসতে অনেক দূর নিয়ে যায়। পরে এগিয়ে গিয়ে দেখি চারজনই মারা গেছেন। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, দুটি গাড়িরই প্রচণ্ড গতিবেগ ছিল। তাই সংঘর্ষের সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চার যাত্রী মারা যান।

সর্বশেষ আপডেট: ২ জানুয়ারী ২০২১, ০০:৫৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও