জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

সাগরে ভাসছিলেন তারা, বার্তা পেয়ে ১১১ জনকে উদ্ধার

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

অভিবাসনপ্রত্যাশী ১১১ জনকে ফ্রান্সের ইংলিশ চ্যানেলে ছয়টি অস্থায়ী নৌকা উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদের মধ্য থেকে প্রায় ২৯ শিশুকেও উদ্ধার করা হয়।

ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ জানায় ওই অভিবাসনপ্রত্যাশীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যাচ্ছিল । এনডিটিভি জানায়, ফ্রান্সের উদ্ধারকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে ওই অভিবাসনপ্রত্যাশীরা জানায়, তারা সাগরে ভাসছে। যে কোনো মুহূর্তে খারাপ পরিস্থিতিতে পরতে পারেন তারা। এরপরই উদ্ধারকারী বাহিনী তাদের ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূল থেকে তাদের উদ্ধার করে।

ফ্রান্সের নৌ কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানায়, একটি নৌকা থেকে ৫৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ২৬ জন শিশুসহ ১৪ জন নারী ছিল। পড়ে আরেকটি নৌকা থেকে একজন অন্তঃসত্ত্বা নারীসহ বাকি অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়।

গত বছর প্রায় সাড়ে ইংলিশ থেকে চ্যানেল পাড়ি ৯ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী দিয়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে গেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যেয়ে এখন পর্যন্ত ৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

সর্বশেষ আপডেট: ৩ জুলাই ২০২১, ১২:৫৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও