জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

দিল্লি বিধানসভার ভেতরে গোপন সুড়ঙ্গ ঘিরে রহস্য !

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

চাঁদনী চকের লাল কেল্লা থেকে দিল্লির বিধানসভা পর্যন্ত গভীর সুড়ঙ্গ রয়েছে। যে সুড়ঙ্গের কথা বহুদিন থেকে শোনা গেলওে এতদিন তার হদিস কিছুতেই মিলছিল না। তন্ন তন্ন করে খুঁজেও সন্ধান মেলেনি। বৃহষ্পতিবার খোঁজ মিলল সেই রহস্যময় সুড়ঙ্গের!দিল্লি বিধানসভা থেকে লাল কেল্লার দূরত্ব সাড়ে পাঁচ কিলোমিটারের কিছু বেশি। অনুমান করা হচ্ছে সুড়ঙ্গটি ততটাই লম্বা।বৃহষ্পতিবার দিল্লি বিধানসভার প্রথম সুড়ঙ্গ-মুখটি দেখতে পাওয়া যায়।

কৃত্রিম সবুজ ঘাসের কার্পেট কেটে  উদ্ধার হয় সুড়ঙ্গের লোহার দরজা। সেটি সরাতেই দেখা মেলে গভীর ওই সুড়ঙ্গ। ইতিহাসবিদদের অনুমান প্রায় ১০০ বছর আগে তৈরি হয়েছিল সুড়ঙ্গটি।সুড়ঙ্গটি নিয়ে স্বভাবতাই কৌতূহল জন্মেছে। কেন এবং কারা তৈরি করেছিল এ সুড়ঙ্গ। বিস্তর জল্পনা চলছে। তবে ইতিহাসবিদরা এর সঙ্গে ব্রিটিশ যোগ খুঁজে পেয়েছেন।বন্দি বিপ্লবীদের আদালতে হাজিরার জন্য ব্রিটিশ সেনারা এই সুড়ঙ্গ পথই নাকি ব্যবহার করতেন। যার ফলে কোনো বন্দির পালানোর সুযোগও থাকত না।

সর্বশেষ আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও