জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন

বিষেশ প্রতিনিধি :

বাংলা একাডেমিরসহ যোগীতায় জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলেধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠ পোষকতায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।


মঙ্গলবার (৮ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুইদিন ব্যাপী (৮ ও ৯ নভেম্বর)“জেলা সাহিত্য মেলা ২০২২” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে জেলা সাহিত্য মেলার শুভ সূচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।


এ সময় তিনি বলেন,সারাদেশে ৬৪ টি জেলায় এই সাহিত্য মেলা করা হবে এবং এরই সাথে আগামীতে উপজেলা পর্যায়েও এই উদ্যোগটি গস্খহণ করা হবে।


জেলাসাহিত্য মেলা ২০২২” এর শুভ উদ্বোধন ঘোষনা করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।


এ সময় তিনি বলেন,স্থানীয়পর্যায়ে যারা সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব আছেন তাদের অংশ গ্রহণে এ সাহিত্য মেলার মাধ্যমে মৌলভীবাজারের সাংস্কৃতিক ধারা আরোও বিকশিত হওয়ার সুযোগ থাকছে।


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৩ আসনের সাংসদ ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অসীম কুমার উকিল এমপি।


তিনি বলেন, শুধু মাত্র সাহিত্য নয় বরং এ মেলার মাধ্যমে এ জেলার সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ঘটছে। এয়াড়া ও আমাদেও চিরাচরিত পাঠ্য পুস্তক নয় বরং বাহিরের বিভিন্ন বই পুস্তক, সাহিত্য, সিনেমা, খেলাধুলা সকল কিছুই অুীব প্রয়োজনীয়।


এ ছাড়াও আলোচক ছিলেন বাংলা একাডেমির পরিচালক নুরুন্নাহার খানম।


সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পৌরসভা মেয়র ফজলুর রহমান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো: আবুল মনসুর।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এম. এমদাদুল হক মিন্টু। সঞ্চালনায় ছিলেন জেলা শিশু বিষয় ককর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।


উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রবন্ধ নিয়ে আলোচনা হয়।“মৌলভীবাজার জেলার কথাসাহিত্য ,নাটক, প্রবন্ধ ও অন্যান্য”নিয়েপ্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মুহিবুল আমিন। আলোচক ছিলেন আকমল হোসেন নিপু।“জয়তু অগ্নিবীণা শতবর্ষ পরেও প্রাসঙ্গিক” প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আব্দুল মতিন। আলোচক ছিলেন ড. ফজলুল আলী।পরে ২ টা ৩০ মিনিটে সাহিত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামীকাল (৯নভেম্বর) বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচিত প্রবন্ধ পাঠ ও আলোচনা,স্বরচিত সাহিত্য পাঠ এবং সাংস্কৃতিকও সমাপনী অনুষ্ঠান অ

সর্বশেষ আপডেট: ৮ নভেম্বর ২০২২, ১৭:২৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও