জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ইত্যাদি খ্যাত সংগীতশিল্পী আকবর আর নেই।

মুক্তিবাণী বিনোদন ডেক্স :

ইত্যাদি খ্যাত সংগীতশিল্পী আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ তথ্যটি নিশ্চিত করেছেন আকবরের স্ত্রী কানিজ ফাতেমা। ‘সিঙ্গার আকবর’ ফেসবুক আইডি থেকে আকবর কন্যা লেখেন, ‘আব্বু আর নেই’।


দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন আকবর। ধীরে ধীরে তার শরীরে বাসা বাঁধে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ বিভিন্ন রোগ। তার দুটি কিডনি ড্যামেজ হয়ে শরীরে পানি জমে নষ্ট হয়ে যায় তার ডান পা। পরে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে সপ্তাহ দুয়েক আগে সার্জারির মাধ্যমে কেটে ফেলা হয় সেই পা।


উল্লেখ্য, দেড় যুগ আগে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে’ গানটি গেয়ে তুমুল হইচই ফেলে দেন তখনকার পেশায় রিকশাচালক আকবর। তবে সেই গান বদলে দেয় তার জীবন। রাস্তায় রিকশায় প্যাডেল মারা ছেড়ে গানে মনোনিবেশ করেন তিনি। এরপর ‘তোমার হাত পাখার বাতাসে’ শিরোনামে ইত্যাদির জন্য মৌলিক গান করেন তিনি। এটিও পায় ব্যাপক জনপ্রিয়তা। সেই থেকে নতুন নতুন গান প্রকাশের পাশাপাশি দেশে-বিদেশের মঞ্চেও নিয়মিত গাইতে থাকেন আকবর।

সর্বশেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২, ১৬:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও