জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

বরগুনা ২ সাবেক এমপি হিরুর পুত্রবধূকে নির্যাতন (ভিডিও)

এলাকায় জমি নিয়ে বিরােধে গােলাম মাের্শেদ রানার স্ত্রীকে হিরু ও ছােটো ছেলে রণির মারধর করেছে বলে বড় ছেলে রানার অভিযােগ।

আহত পুত্রবধু রােকসানা বেবিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হিরুর বড় ছেলে রানা জানান,মা মারা যাওয়ার পর হিরু ২য় বিয়ে করেন এবং পাথরঘাটায় বসবাস শুরু করেন। তিনি আগের সংসারের দুই ছেলে ও এক মেয়ের কোনাে খোঁজ না রেখে বরং জমি-জমা নিজে ভােগদখল করতেন।

৫ বছর আগে রানার ক্রয় করা ট্রলার নিজের দাবি করে লােকজন দিয়ে পাথরঘাটা নিয়ে বিক্রি করে দেন।

রানা মামলা করলে কোর্ট রানাকে ট্রলারটি
বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। কিন্তু অদ্যবধি সেটি ফেরত দেননি। এছাড়া পরিবারের যৌথ মালিকানার জমির চাচার গােলাম সত্তারের অংশটি রানাকে ভােগদখলের জন্য তার বড় ছেলে প্রিন্স দিয়ে যান।
কিন্ত রানার অজান্তে সে জমি তিনি অন্যের কাছে মর্গেজ দেন। এ নিয়ে বিরােধে বৃহস্পতিবার বিকেলে।

হিরু ও তার ছােটো ছেলে রনি পুলিশ নিয়ে জমি মর্গেজদাতাকে দিয়ে চাষাবাদ করতে আসেন। এসময় রানা ও তার স্ত্রী বাঁধা দিলে হিরু অকথ্য গালাগাল করতে থাকেন এবং রনিকে দিয়ে পুত্রবধু রােকসানা বেবিকে আক্রমন করে
মাথায় আঘাত করান।

আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

যােগাযােগ করা হলে গােলাম সরওয়ার হিরু ফোন রিসিভ করেনি।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ
আহত বেবিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযােগ হয়েছে।

গােলাম সরওয়ার হিরু ১৯৯৬’র সংসদে ইসলামী ঐক্যজোট থেকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও