জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আমি হলাম ক্যাবিনেটের একজন পেশকার-পরিকল্পনামন্ত্রী

বিশেষ প্রতিবেদক :

আমাদের অনেক তালিকা রয়েছে আমি অচিরে এই কাগজপত্র তুলে ধরব আমি হলাম ক্যাবিনেটর একজন পেশকার বড় কর্মকর্তা হলেন প্রধানমন্ত্রী আমি মৌলভীবাজারকে ভালোবাসি  শ্রদ্ধা করি অবশ্যই এই দাবিগুলো আমি উত্থাপন করব মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।


বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলেমৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত এই সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি।ভয়ের কোনো কারণ নেই। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। আরও অনেক কাজ বাকি রয়েছে।


মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন,জেলা আওয়ামীলীগের সদস্য মো: সাইফুর রহমান বাবুল, এম এ রহিম শহিদ সিআইপি প্রমুখ।


পরে মন্ত্রী মৌলভীবাজারের স্থানীয় দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার অফিস পরিদর্শন করেন।

সর্বশেষ আপডেট: ২৪ মে ২০২৩, ২২:২২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও