মৌসুমীর বিজয়ের খবর ভিত্তিহীন, বসে চা-চিপস খাচ্ছি বললেন, মিশা-মৌসুমী

মৌসুমীর বিজয়ের খবর ভিত্তিহীন, বসে চা-চিপস খাচ্ছি বললেন, মিশা-মৌসুমী
মৌসুমীর বিজয়ের খবর ভিত্তিহীন, বসে চা-চিপস খাচ্ছি বললেন, মিশা-মৌসুমী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২১ মেয়াদের ভোট গ্রহণ শেষ হয়েছে। এর ফলাফল এখনো প্রকাশিত হয়নি। কিন্তু ফেসবুক-ইউটিউব এমনকী অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর জয়ের খবর। সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন পরস্পরের সভাপতি প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা মৌসুমী ও খল অভিনেতা মিশা সওদাগর।

রাত সাড়ে ৮ টার দিকে প্রযোজক সমিতির কক্ষে বসে মৌসুমী-মিশা দুজনে একত্রিত হয়ে এ তথ্য জানান। মিশা বলেন, ফেসবুকে মৌসুমী বিজয় হয়েছে এমন খবর সত্য নয়। আমরা এই মুহূর্তে দুজনে বসে আছি। চা, চিপ্স খাচ্ছি। আর গুঞ্জন শুনছি।

পাশ থেকে মৌসুমী বলেন, ছড়িয়ে পড়া গুঞ্জন সত্য নয়। আমরা একটাই ফুল কিনে রেখেছি। যে জিতবে তার গলাতেই মালা উঠবে। আপাতত সবাইকে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত।

শিল্পী সমিতির নির্বাচনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ৪৪৯ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৩৮৬ টি। সন্ধ্যা ৭ টার দিকে ভোট গণনা শুরু হয়।

সর্বশেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৯, ০০:৫১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও