জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আফগানিস্তানকে কঠিন লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
মুক্তিবাণী অনলাইন স্পোর্টস ডেক্স :

আফগানিস্তানের ফিল্ডারদের পিছ্ছিল হাত আর উইল ইয়াং, টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের ব্যাটে ভর করে ভালো সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। জিততে হলে আফগানদের প্রায় তিনশর কাছাকাছি রান তাড়া করতে হবে।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে কিউইরা। ম্যাচে চার-চারটি সহজ ক্যাচ বেরিয়েছে আফগান ফিল্ডারদের হাতের ফাঁক দিয়ে। সেই সুযোগ কাজে লাগায় ব্ল্যাক ক্যাপস বাহিনী।

দলটির হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন ফিলিপস। ৬৮ রান আসে ল্যাথামের ব্যাট থেকে। পঞ্চম উইকেটে এই দুজনের গড়া জুটি থেকে আসে ১৫৩ বলে ১৪৪ রান।

এছাড়া ওপেনার ইয়াং করেন ৫৪ রান। দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রকে নিয়ে ৮৩ বলে ৭৯ রান যোগ করেন ইয়াং। একই ওভারে দুজনকেই আউট করেন আজমতউল্লাহ ওমরজাই।

পরের ওভারে ড্যারেল মিচেলকে শিকারে পরিনত করেন রশিদ খান। ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এরপরই ফিলিপস-ল্যাথামের সেই ১৪৪ রানের জুটি।

এই দুজনও আউট হন একই ওভারে। তাদের শিকারে পরিনত করেন নাভিন উল হক। শেষ দিকে ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস আসে মার্ক চাপম্যানের ব্যাট থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৮৮/৬ (কনওয়ে ২০, ইয়াং ৫৪, রবীন্দ্র ৩২, মিচেল ১, ল্যাথাম ৬৮, ফিলিপস ৭১, চাপম্যান ২৫*, স্যান্টনার ৭*; অতিরিক্ত ১০; মুজিব ১০-০-৫৭-১, ফারুকি ৭-১-৩৯-০, নাভিন ৮-০-৪৮-২, নবি ৮-১-৪১-০, রশিদ ১০-০-৪৩-১, ওমরজাই ৭-০-৫৬-২)।

সর্বশেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩, ১৯:৩৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও