জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কুলাউড়ায় ইমামকে হাত-পা বেঁধে চুরি।

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
কুলাউড়া প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় এক ইমামের ঘরে ঢুকে তাকে হাত-পা বেঁধে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

রোববার সকাল ১০টায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। ওই ইমামের নাম মো. ইকবাল হোসেন। তিনি কুলাউড়া উপজেলা হাসপাতাল জামে মসজিদের ইমামের দায়িত্বে রয়েছেন। ইকবাল হোসেন হাসপাতাল এলাকার একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, ইমাম ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবনে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রী বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ জন্য তিনি বাসায় একা ছিলেন। রোববার দিবাগত রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত ইমামের ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বেঁধে ঘরের মালামাল লুট করে পালিয়ে যায়। সকাল পর্যন্ত ইমামের কোনো খোঁজখবর না পাওয়ায় লোকজন তার ঘরে তাকে খুঁজতে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে ঘরের দরজা ভেঙে তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ রিপোর্ট বিকাল ৪টায় লেখা পর্যন্ত ইমাম ইকবাল হোসেন চিকিৎসাধীন থাকায় এবং জ্ঞান না ফেরায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ইমাম ইকবাল হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থ হওয়ার পর অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৩৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও