জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

জুড়ীতে ইয়াবাসহ ৩ গরুচোর আটক

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
জুড়ি প্রতিনিধিঃ

জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই গ্রামে গরু চুরি করতে আসা ৩ চোরকে ইয়াবাসহ আটক করেছে এলাকাবাসী। বুধবার ৭ ফেব্রুয়ারি তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাড়িতে ছাগল তোলার সময় বাইকচালক পথচারী তাদের দেখে ফেলে। পরে গাড়ি ও ছাগল রেখে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদেরকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পূর্বজুড়ী ও গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সেখানে যান এবং তাদেরকে নিয়ে আসেন চেয়ারম্যানের বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারের রেমান মিয়ার ছেলে তারেক মিয়া ও গাজীপুর এলাকার মানিক মিয়ার ছেলে জিবান আহমদ। গাড়ি চালক একই এলাকার আলাল মিয়ার ছেলে রায়হান আহমদ। এসময় আটককৃতরা জুড়ী এলাকা থেকে আগেও চুরি করেছে বলে স্বীকার করে।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমরা দীর্ঘদিন থেকে নজরদারি করছিলাম। দীর্ঘদিন পর আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি। জুড়ী থানাকে খবর দিলে তদন্ত অফিসার হুমায়ুন কবির নিশ্চিত করেছেন এরা চিহ্নিত ডাকাত, তাদের আগের অনেক রেকর্ড আছে।

তিনি আরও বলেন, আপনারা সবাই যদি আমাদের সাহায্য করেন তাহলে আমাদের এলাকার চোরগুলো অর্থাৎ ইন্ধনদাতাদের খুঁজে বের করা সহজ হবে। এলাকার একজন ইনন্ধনদাতা পেলে জুড়ীর পূর্বাঞ্চলের সব জনগণ নিয়ে তার বাড়িতে যাবো।

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, অপশক্তির বিরুদ্ধে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা ২ ইউনিয়নের মানুষ এক হয়ে কাজ করছি। কাউকে ধরলে ছাড় দেবো না। অপশক্তিকে বলছি এখনো সময় আছে ভালো হয়ে যাও।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় আমরা ৩ জন গরু চুরকে গ্রেপ্তার করেছি। তাদের নামে আগের গরু চুরির মামলা রয়েছে।

তিনি আরও বলেন,  গতকাল তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের নামে আলাদা মামলা দিয়ে বুধবার কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০২৪, ২০:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও