মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলহাজ্ব মো: মখলিছুর রহমান ডিগ্রি কলেজে অমর একুশে ফেব্রুযারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানমালায় উদযাপন করা হয়েছে।
মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কলেজের শহীদ মিনারে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গর্ভনিং বডির সদস্য ও কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা পুষ্পমাল্য প্রদান করেন। বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবীদ ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আলহাজ এম. এ. রহিম সিআইপি’, আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী মুজিবুর রহমান মুজিব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মো: শামসুল ইসলামসহ শিক্ষকরা কলেজের পক্ষ থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। অমর একুশের ভাষা শহীদের স্মরণে প্রভাত ফেরী ও কলেজের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো শেষে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মো: শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী,রাজনীতিবীদ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ এম.এ রহিম সি.আই.পি ও আজীবন দাতা সদস্য শিক্ষানুরাগী ও সমাজসেবক মুজিবুর রহমান মুজিব,অভিভাবক সদস্য কলেজ গভর্নিং বডির সদস্য হুমায়ুন কবীর, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ফারুক আহমদসহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, প্রভাষক অর্ধেন্দু বিকাশ দে, প্রভাষক নিরুপম দাশ,প্রভাষক কাকলী ভট্টাচার্য প্রমুখ।
উল্লেখ্য বিশিষ্ট শিক্ষানুরাগী,এম আর গ্রুপের চেয়ারম্যান ১১ বারের সি.আই.পি আলহাজ¦ এম,এ রহিম (সি.আই.পি)র’ মরুহুম পিতার নামে প্রতিষ্ঠিত প্রত্যন্ত অঞ্চলের এই কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকেই ভালো ফলাফলের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি চর্চা,খেলাধূলা ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে সবসময়ই সক্রিয় রয়েছে। ভালোফলালের ধারা অব্যাহত রেখে কলেজটি জেলা জুড়ে তার সুনাম অক্ষুন্ন রেখে চলেছে।
সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৪, ২০:২৭
পাঠকের মন্তব্য