মৌলভীবাজারে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ থানা ও অফিসারদের পুরস্কৃত

ডেক্স রিপোর্টঃ

মৌলভীবাজার, ০৯ জুলাই ২০২৫: বুধবার সকাল ৮:৩০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা’র সভাপতিত্বে এ সভায় কর্মরত পুলিশ সদস্যদের প্রস্তাবনা ও পূর্ববর্তী সভার অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

ছবি মুক্তিবাণী

সভায় ২০২৫ সালের জুন মাসের কর্মদক্ষতা মূল্যায়ন করে শ্রেষ্ঠ থানা, অফিসার ও বিশেষ ইউনিটসমূহকে পুরস্কৃত করা হয়। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জুন মাসের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হন। এছাড়া, বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা মন্দির চুরি মামলা উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন।

ছবি মুক্তিবাণী

এলআইসি, অপরাধ শাখা ও পুলিশ কন্ট্রোল রুমকেও বিশেষ অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমাসহ জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জবৃন্দ।

ছবি মুক্তিবাণী

কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও