দক্ষিণ-পশ্চিম জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, গুরুতর আহত অনেকে

মুক্তিবাণী অনলাইন ডেক্সঃ

দক্ষিণ-পশ্চিম জার্মানিতে এক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত ৩ জন প্রাণ হারিয়েছেন এবং একাধিক যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। দুর্ঘটনাটি ঘটেছে স্টুটগার্টের কাছে রিডলিঙেন এলাকায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনি।

ফাইল ছবি

জার্মান রেলওয়ে অপারেটর ডয়চে বাহন জানিয়েছে, “অজানা কারণে” ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার কিছুক্ষণ আগে এলাকায় প্রবল ঝড় বয়ে যায়। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ -র তথ্য অনুযায়ী, উলম-সিগমারিঙেন রুটে চলা ট্রেনটিতে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। বনাঞ্চল ঘেরা এলাকায় ট্রেনের অন্তত দুটি কোচ লাইন ছেড়ে উল্টে পড়ে।

ফাইল ছবি

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মেরৎজ এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেছেন, “আমি শোকাহত এবং শোকার্ত পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি অভ্যন্তরীণ ও পরিবহন মন্ত্রীর সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষা করছেন এবং জরুরি সেবাদানকারীদের প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

উলম পুলিশ -এর বক্তব্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে ৩ জনের মৃত্যু ও বহু যাত্রীর গুরুতর আহত হওয়ার তথ্য মিলেছে। ঘটনাস্থলের ছবিতে উল্টে পড়া ট্রেন কোচ, ব্যাপক সংখ্যক জরুরি সেবার কর্মী এবং ঝড়ে উপড়ে পড়া গাছ দেখা গেছে।

ডয়চে বাহন টুইটারে জানিয়েছে, “এ মুহূর্তে সঠিক পরিস্থিতি স্পষ্ট নয়। আমরা শোকাহত পরিবার ও দুর্ঘটনার শিকার সবার পাশে আছি।”  

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও