“গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে নর্থ ইস্ট রিজিওনের সাউথ শিল্ডস শাখার কমিটি গঠন”

নুরুল ইসলাম ইউ’কে

গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে নর্থ ইস্ট রিজিওনের সাউথ শিল্ডস শাখার নতুন  কমিটি গঠন করা হয়েছে। 

ছবি মুক্তিবাণী

গত ২৭ শে জুলাই  রাত ১১-৩০ মিনিটে ইন্ডিয়ান ব্রাসারী রেস্টুরেন্টে গ্রেটার সিলেট কমিউনিটি ইউ’কে নর্থ ইস্ট রিজিওনাল কনভেনর আব্দুল মান্নান মুন্নার  সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত  সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকে’র কেন্দ্রীয়  কমিটির যুগ্মআহবায়ক হাবিবুর রহমান রানা ও যুগ্মআহবায়ক আফসারুজ্জামান পারভেজ ।

ছবি মুক্তিবাণী

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নুর আহমেদ কিনু,মইনুর ইসলাম, মুফতি বুরহান উদ্দিন, মুসফিক চৌধুরী রাব্বি, সৈয়দ আব্দুর রউফ( মইনুল ইসলাম) সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ছবি মুক্তিবাণী

সভায় সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেন,কে চেয়ারপার্সন, মাহিম উদ্দিনকে জেনারেল সেক্রেটারী ও সিরাজুল ইসলামকে ট্রেজারার করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

ছবি মুক্তিবাণী

সভা চলাকালে টেলিকনফারেন্সে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সংযুক্ত থেকে সংগঠন এর সাউথ শিল্ডস শাখার নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মুজিবুল হক শাহী, আকলাকুল আলম সেবু, মুশাহিদ আহমেদ লস্কর, সাফিউল আলম সাফি, বদর উদ্দিন, হাসাদ মিয়া, সহিদুল ইসলাম, হেভেন চৌধুরী, ইমতিয়াজ শরীফ জিলানী, বশর মিয়া, জুনেদ মিয়া, মাহিম উদ্দিন, মামদ মিয়া, তোফায়েল আহমেদ, জিলাক মিয়া, সিরাজুল ইসলাম, হাজি তাজ উল্লাহ, সৈয়দ আব্দুল মজিদ, জাবেদ মিয়া, সাঈদ আহমেদ ভূঁইয়া, সৈয়দ ফাহিম প্রমুখ ।

সভায় বাংলাদেশে উত্তরার মাইলস্টোনের শিশু-শিক্ষক-অভিভাবকের মধ্যে নিহতদের প্রতি শোক প্রকাশ ও দুর্ঘটনায় আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে।

বিশেষ করে, প্রবাসী অধ্যুষিত এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতি ও বিভিন্ন হয়রানি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরদার করার দাবি জানানো হয়।

ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিকীকরণ ও বিমান ভাড়া কমানোর দাবি ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য থেকে সিলেটে বিমানের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। একই সঙ্গে, বিমানের ভাড়া কমানো এবং যাত্রীসেবা উন্নত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও