জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে ওসি আহত

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঠেকাতে গিয়ে চাইনিজ কুড়ালের কোপে আহত হয়েছেন গৌরীপুর ওসি বোরহান উদ্দিন। শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে গৌরীপুর উত্তর বাজার এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী।

তিনি জানান, পৌর নির্বাচনের দলীয় প্রতীক নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কার খবর পেয়ে দ্রুত গৌরীপুর থানার ওসি ফোর্সসহ ঘটনাস্থলে যায়।  সেখানে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওসি বোরহান উদ্দিনের ডান হাতে চাইনিজ কুড়ালের কোপ লাগে। পরে আহত অবস্থায় ওসি বোরহান উদ্দিনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে, যে চাইনিজ কুড়াল দিয়ে কুপ দেয়া হয়েছিল। সেটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

গৌরীপুর থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, পৌরসভা নির্বাচনে মেয়র পদে শফিকুল ইসলাম হবি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর রাত ৯টার দিকে গৌরীপুর মধ্য বাজারে তার সমর্থকরা জড়ো হয়ে অভিনন্দন জানায়।

এ সময় আওয়ামী লীগের অপর আরেক মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমানের সমর্থকরা মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে বিক্ষোভ মিছিল করে।

এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষ বন্ধ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

সর্বশেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২০, ১২:১৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও