জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

সশস্ত্র হামলার শঙ্কা বাইডেনের শপথ অনুষ্ঠানে

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে সশস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের প্রতিবাদ হিসাবে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ছড়ানো হতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। এমন হুমকির আশঙ্কায় ওয়াশিংটনে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সের।

এফবিআই জানায়, দায়িত্ব থেকে ট্রাম্পকে আগেভাগে সরানোর উদ্যোগে বিক্ষোভ সমাবেশের আহ্বান জানাচ্ছে সশস্ত্র গ্রুপগুলো। শপথের আগে ১৭ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ করার জন্য প্রচার চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে উগ্রবাদীরা সশস্ত্র মহড়ারও আহ্বান জানিয়েছে। ২০ জানুয়ারির আগে ৫০টি অঙ্গরাজ্যের রাজধানীসহ ওয়াশিংটন ডিসিতে সমবেত হওয়ার পরিকল্পনা করছে। শপথের কয়েকদিন আগে তিনবার সশস্ত্র হামলার ঘটনাও ঘটতে পারে। তবে শপথ ঘিরে ৬ জানুয়ারির মতো ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এফবিআই-এর অভ্যন্তরীণ বুলেটিনে বলা হয়: ট্রাম্প সমর্থক একটি গোষ্ঠী অঙ্গরাজ্য, স্থানীয় এবং কেন্দ্রীয় আদালতগুলোয় ঢুকে পড়ার ডাক দিচ্ছে। ট্রাম্পকে আগেভাগে দায়িত্ব থেকে সরিয়ে দিলে কিংবা বাইডেনের শপথ অনুষ্ঠানে তিনি না থাকলে এসব পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে। শুধু রাজধানী ওয়াশিংটন ডিসি নয়, ৫০ অঙ্গরাজ্যের কেন্দ্রীয় স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ ব্যাপারে প্রচারপত্রও বিলি করা হচ্ছে।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে: জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ অনুমোদনের ফলে কেন্দ্রীয় ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জরুরি পরিস্থিতির প্রভাব মূল্যায়নের মাধ্যমে তা নিরসনে পদক্ষেপ নিতে পারবে। স্টাফফোর্ড আইন ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের জরুরি অবস্থা ঘোষণার অর্থ হলো, জীবন ও সম্পত্তি এবং জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা করা।

আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনের বাইরে বাইডেনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সোমবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির প্রধান চাড ওলফ জানান, শপথ অনুষ্ঠানের আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে বিশেষ অভিযান শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, অনুষ্ঠানটির নিরাপত্তায় এবং ৬ জানুয়ারির ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৫ হাজার ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েন করা হবে। সোমবার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ক্যাপিটলের বাইরে শপথ নিতে তিনি কোনো ভয় পাচ্ছেন না। আশা করা হচ্ছে, তিনি ও নতুন নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভবনের বাইরে শপথ নেবেন।

সহিংসতার আশঙ্কার মধ্যেই মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ : যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী চাড ওলফ সোমবার পদত্যাগ করেছেন। বাইডেনের শপথের অনুষ্ঠানকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতার আশঙ্কার মধ্যেই তিনি পদত্যাগ করলেন। এক সপ্তাহের কম সময় আগে ওলফ বলেছিলেন, তিনি তার পদ থেকে সরে দাঁড়াবেন না। নিজের পদত্যাগের কারণ হিসাবে আইনি চ্যালেঞ্জকে উল্লেখ করেছেন ওলফ। ২০১৯ সালের নভেম্বর থেকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন উলফ। সিনেট তার নিয়োগকে অনুমোদন দেয়নি। তবে উলফ বলেন, তিনি ‘সাম্প্রতিক ঘটনাবলির’ কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কংগ্রেসের নিুকক্ষের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন বলেন, যখন দেশীয় সন্ত্রাসীরা আমাদের সরকারের ওপর হামলার পরিকল্পনা করতে পারে, ঠিক এমন জাতীয় সংকটে ওলফ পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সর্বশেষ আপডেট: ১৩ জানুয়ারী ২০২১, ০৩:০৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও