জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

রাজনগর নির্বাহী অফিসারের গাড়ি ব্যাবহার করছেন,ইকতার আলী।..

বিশেষ প্রতিবেদক :

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার  নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সরকারি গাড়ি নিয়ে ব্যাক্তিগত ভাবে নিজের পরিবার নিয়ে ভিবিন্ন জায়গায় চলাফেড়া সহ বিয়ে অনুষ্টানে পরিবার নিয়ে উপস্থিত হন  উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা সাবেক সিএ কাম ইউডিএ মোঃ ইকতার আলী।

ইকতার আলী।

বিষয় টি রাজনগর উপজেলার ভিবিন্ন মানুষের চোখে পড়লে শুরু হয় আলোচনা,সমালচনার ঝড়।


সাধারন মানুষ বলছেন কিভাবে ইকতার আলী বিনা অনুমতিতে উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি নিয়ে নিজের কাজে ব্যবহার করছেন।

সরকারী প্রাধিকারভুক্ত গাড়ীর এমন যথেচ্ছা ব্যববহার প্রমান করে এই উপজেলায় কর্মকর্তার চাইতে কর্মচারীর দৌরাত্ব বেশী। উক্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন সাধারন মানুষ।


সূত্র জানায় ফারজানা আক্তার মিতা, উপজেলা নির্বাহী অফিসার ,রাজনগর  ছুটি জনিত কারনে উপজেলার বাহিরে থাকা অবস্থায় সহকারী কমিশনার ভূমি রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের চলতি দায়িত্বে থাকা অবস্থায় উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা সাবেক সিএ কাম ইউডিএ  মোঃ ইকতার আলী গত ২২ ফেব্রুয়ারী  বুধবার সন্ধ্যায়একই অফিসে কর্মরত ডুপলিকেটিং মেশিন অপারেটর  কৃষ্ণ বাবুর মেয়ের বিয়েতে দাওয়াত খাওয়ার জন্য মৌলভীবাজারস্থ শমসেরনগর রোডে অবস্থিত শাদীমহল সেন্টারে সরকারী গাড়ী যোগে তার পরিবারকে নিয়ে যোগদান করেন।


এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভূমি  মিস সানজিদা আক্তার বলেন একুশে ফেব্রুয়ারীর ফুলের তুড়া আনতে গাড়ি পাঠিয়েছিলাম.২২ ফেব্রুয়ারীর বিষয়টি আমার জানা নেই। আমি কোন অনুমোতি দেইনি নির্বাহী অফিসার গাড়ি নিয়ে  কৃষ্ণ বাবুর মেয়ের বিয়েতে যাবার জন্য। নির্বাহী অফিসার আসলে বিষটি আমি অবগত করবো।

গাড়ী চালক হোসেন আহমেদ বলেন আমাকে ইকতার আলী  স্যার বলেছেন ২২ ফেব্রুয়ারী  কৃষ্ণ বাবুর মেয়ের বিয়েতে সাদীমহল যাবর জন্য আমি গিয়েছি এখানে আমার কোন দোস নেই।


এবিষয় জানতে চাইলে   ইকতার আলীর মোবাইলে একাদিক ফোন দিলেও ফোন ধরেননি।


এদিকে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা, এর মোঠোফোনে ফোন করলে ফোন ধরেন নি।

সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ১৬:৫৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও