জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

বিশ্বের সবচেয়ে পুরনো মুক্তার সন্ধান আবুধাবিতে

আবুধাবি, বিশ্ব, মুক্তা, সন্ধান
আবুধাবি, বিশ্ব, মুক্তা, সন্ধান

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বিশ্বের সবচেয়ে প্রাচীন প্রাকৃতিক মুক্তা পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, মুক্তাটি কমপক্ষে আট হাজার বছর আগের।

আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিকরা খনন করতে গিয়ে অমূল্য এক মুক্তার সন্ধান পেয়েছেন। এক বিবৃতিতে তারা জানান, মারাওয়া দ্বীপের মাটি খনন করে এ মুক্তা পাওয়া গেছে।

দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগের পরিচালক আব্দুল্লাহ খালফান আল-কাবি জানান, গবেষকদের ধারণা, মুক্তাটি নিওলিথিক যুগের।

উনিশ শতক থেকে কুড়ি শতকের শুরুর দিক পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ঔপনিবেশিক শক্তির শাসনাধীন ছিল। তখন মধ্যপ্রাচ্যের এই দেশটির প্রধান বাণিজ্য পণ্য ছিল মুক্তা। পরে জাপানেও এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে।

বিশ্বের প্রাচীনতম মুক্তাটি আবুধাবিতে গেলেই দেখা যাবে। গত ১৮ অক্টোবর থেকে ল্যুভর আবুধাবিতে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী। থাউজেন্ড ইয়ার্স অব লাক্সারি শীর্ষক এই প্রদর্শনীতে আট হাজার বছরের পুরনো মুক্তাটিও থাকবে। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ডিডব্লিউ।

সর্বশেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯, ২০:১৭
মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও