জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মৌলভীবাজারে ডেঙ্গু মশার বিস্তার রোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি ।।

মৌলভীবাজার পৌরসভা কর্তৃক এডিশ মশার বংশ বিস্তার রোধে সচেতনতামূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর মিলনায়তনেএই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উপদেষ্টা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ ও অধ্যাপক ড. কবিরুল বাসার।

মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে মতামত ব্যক্ত করেন, মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজি বিভাগ)  আব্দুল মালিক, ডা. এম এ আহাদ, সাংবাদিক তমাল ফেরদৌস প্রমুখ।

মত বিনিময় সভায় স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঘরের ভেতরে বা বদ্ধ স্থানে ফগার মেশিনে ছিটানো স্প্রে কাজ করে। কিন্তু উন্মুক্ত স্থানে এই স্প্রে কাজ কম করে। এছাড়া চৌবাচ্চা বা বদ্ধ থাকা পানিতে ঔষধ ছিটাতে হবে। ছোট ছোট পাত্রে জমে থাকা পানি উল্টে ফেলে দিতে হবে।

সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ০১:৪১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও