জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ সপ্তম বারের মতো নির্বাচিত

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার-৪ আসনে উপাধ্যক্ষ আব্দুস শহীদ সপ্তম বারের মতো নির্বাচিত, ভোটের হার ৪৯.৪৫ ভাগ। 

মৌলভীবাজার-৪  (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) :  এ আসনে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। হেভী ওয়েট প্রার্থী ও সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ২,১২,৪৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি টানা সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মুহিদ হাসানী (বাংলাদেশ ইসলামি ফ্রন্ট) মোমবাতি প্রতীক নিয়ে ৫,৩৯০ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের হার ৪৯.৪৫ ভাগ।

এ আসনে মোঃ আনোয়ার হোসাইন (ইসলামি ঐক্যজোট) মিনার প্রতীক নিয়ে ৫০৬৮ ভোট পেয়েছেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা : ৪ লক্ষ ৫৯ হাজার ১‘শ ১ জন। ভোটকেন্দ্র  ১৬০ টি।

উল্লেখ্য ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মৌলভীবাজারে স্বতন্ত্র ও জাতীয় পার্টি মিলে ৪ প্রার্থী।

তারা হলেন মৌলভীবাজার-২ আসন (কুলাউড়া) তৃণমূল বিএনপির প্রাথী ও সাবেক সংসদ সদস্য এমএম শাহীন ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ.কে.এম সফি আহমদ সলমান।

ভোট বর্জন করেছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ আলতাফুর রহমান।

ভোটের আগের দিন ভোট বর্জন করেন মৌলভীবাজার -১ (বড়লেখা- জুড়ী) আসনের জাতীয় পার্টি  প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নির্বাচিত হন :

১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মোহাম্মদ ইলিয়াস।

১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচন জাতীয় পার্টি থেকে আহাদ মিয়া। (১৯৮৮ সালের নির্বাচন আওয়ামীলীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতি দল নির্বাচন বর্জন করে)

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ট সংসদ নির্বাচনে বিএনপি থেকে শফিকুর রহমান।

১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম নির্বাচনে সংসদ আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ নির্বাচিত হন।

ছবি মুক্তিবাণী

সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২৪, ০২:৪২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও