শ্রীমঙ্গলে ৩ দিন ব্যাপী শুরু হলো নারী উদ্যোক্তাদের ‘গ্র্যান্ড সামার এক্সিভিশন

মো: জহিরুল ইসলাম শ্রীমঙ্গলঃ

মৌলভীবাজারে  শ্রীমঙ্গলে শুরু হয়েছে ৩  দিনব্যাপী নারী উদ্যোক্তাদের পন্য নিয়ে  ‘গ্র্যান্ড সামার এক্সিভিশন ২০২৫’। 

ছবি মুক্তিবাণীরবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শহরের মহসিন অডিটোরিয়ামের ২ য় তলায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ‘গ্র্যান্ড সামার এক্সিভিশন।

ছবি মুক্তিবাণী

নারী উদ্যেক্তাদের পণ্যের মেলা ( ‘গ্র্যান্ড সামার এক্সিভিশন)  চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।  প্রদর্শনী ও বিক্রয় স্টল আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে ক্রেতা ও  দর্শনার্থীদের জন্য।

দেশি-বিদেশি বৈচিত্র্যময় পণ্যের সমাহারে সাজানো হয়েছে মেলার প্রতিটি স্টল। ভারতের কুর্তি, টু-পিস, পাকিস্তানি ড্রেস কালেকশন, বোরকা, আবায়া, ফ্যাশন জুয়েলারি, কসমেটিকস, হোমমেড কেকসহ হাতে তৈরি নানা সামগ্রী থাকছে মেলায়। পাশাপাশি স্থানীয় উদ্যোক্তারাও নিজেদের পণ্য নিয়ে অংশ নিয়েছেন।

ছবি মুক্তিবাণী

আয়োজক কমিটির ঝর্ণা ইসলাম জানান,  দেশের  বিভিন্ন প্রান্থ থেকে ২০ টি পণ্যের নারীরা তাদের তৈরীকৃত পন্যের স্টল নিয়ে অংশগ্রহণ করেছে।  নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যকে জনসম্মুখে তুলে ধরা এবং নারীরা যেনো অর্থনেতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারে এবং নারীদের  আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করাই এ মেলার মূল লক্ষ্য।

ঢাকা থেকে অংশগ্রহনকারী নারী উদ্যোক্তারা অহনা ইসলাম জানান,  আমি   ঢাকা থেকে তৈরিকৃত বিভিন্ন পন্য সামগ্রী নিয়ে ‘গ্র্যান্ড সামার এক্সিভিশনে  শ্রীমঙ্গলে এসেছি ।  প্রথম দিন তো একটু ক্রেতাদের  ভিড় কম, তবে বৃষ্টি তো এজন্য হয়তো ক্রেতারা কম।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও