জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মৌলভীবাজারে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৪ পালিত

মৌলভীবাজার প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা মহান দিবস ২০২৪ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো: মনজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ।

ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, বিএনপি ও অঙ্গসংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর সহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এর পর বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, কারারক্ষী, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটস, গার্ল গাইডস, কাবস, ইয়েলো বার্ডস, শিশু-কিশোর সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শনতে অংশ নেয়। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪, ০২:৫৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও