ঘটনার বিবরণ: গত ২৭ জুলাই রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে “জুলাই পদযাত্রা সংগঠক” ব্যানারে কয়েকজন ছাত্র-যুবক এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রশ্নোত্তর পর্বে দৈনিক খোলা কাগজ-এর প্রতিনিধি এহসান বিন মোজাহিদ শ্রীমঙ্গলে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের ভূমিকা ও “জুলাই যোদ্ধা মোজাহিদ” নামক এক ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কে যৌক্তিক প্রশ্ন তোলেন। সংবাদ সম্মেলনের রীতিনীতি অনুসারে, আয়োজকদের উচিত ছিল প্রশ্নের উত্তর দেওয়া, এড়িয়ে যাওয়া বা অপারগতা প্রকাশ করা। কিন্তু তারা সাংবাদিকের প্রতি আক্রমণাত্মক আচরণ শুরু করেন: - এহসান বিন মোজাহিদকে “দেশদ্রোহী”, “গাদ্দার” প্রভৃতি অভিযোগে উস্কানি দেওয়া হয়।
- প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন হস্তক্ষেপ করে বিষয়টি সামাল দেন।
- পরবর্তীতে আয়োজকরা সোশ্যাল মিডিয়ায় এহসানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও হুমকি চালান। “ঈশিকা” নামে এক কিশোরী তার ফেসবুক আইডি থেকে হুমকিমূলক পোস্ট শেয়ার করে।
প্রেসক্লাবের প্রতিক্রিয়া ও দাবিসমূহ:
১. তীব্র নিন্দা: - এই ঘটনা সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত মর্যাদার উপর চরম হস্তক্ষেপ ।
- আয়োজকদের উদ্ধত আচরণ গণতন্ত্রবিরোধী ও অগ্রহণযোগ্য ।
২. জবাবদিহিতা দাবি: - যেহেতু সংগঠকরা জুলাই আন্দোলনে নিজেদের ভূমিকা প্রমাণে ব্যর্থ হয়েছেন, প্রেসক্লাব একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করবে। এই কমিটি “জুলাই যোদ্ধা” দাবিদারদের সত্যিকারের ভূমিকা তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করবে।
৩. শর্তসাপেক্ষ বয়কট: - সংগঠকদের অবশ্যই ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে দুঃখ প্রকাশ করতে হবে।
- ক্ষমা না চাইলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সকল সদস্য তাদের সকল কার্যক্রম বয়কট করবে ।
৪. এনসিপির দায়িত্ব: - “জুলাই পদযাত্রা” জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র একটি কর্মসূচি । তাই এনসিপি নেতা প্রীতম দাশের উচিত স্থানীয় সংগঠকদের সঙ্গে অন্তর্কলহের কারণে সাংবাদিকদের টার্গেট করা বন্ধ করা।
পটভূমি ও প্রাসঙ্গিকতা: - জুলাই পদযাত্রা দেশব্যাপী আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সংহতি প্রকাশের লক্ষ্যে শুরু হয়েছিল । কিন্তু শ্রীমঙ্গলের ঘটনা এই উদ্যোগের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
- এনসিপি নেতা নাহিদ ইসলাম পূর্বেই জানিয়েছিলেন, পদযাত্রার মূল উদ্দেশ্য হলো “দেশ গড়তে জনতার আকাঙ্ক্ষা শোনা”। কিন্তু এই ঘটনা তার বিপরীত চিত্র তুলে ধরে।
স্বাক্ষরিত: আবুল ফজল মো. হাই ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীমঙ্গল প্রেসক্লাব। তারিখ: ২৯ জুলাই ২০২৫
নোট: এই বিজ্ঞপ্তি সকল জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হলো। বিস্তারিত জানতে যোগাযোগ: শ্রীমঙ্গল প্রেসক্লাব সেক্রেটারি।
প্রেস ক্লাবের বার্তা: “সাংবাদিকতার মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। কোনো উসকানি বা হুমকি গণমাধ্যমের স্বাধীনতাকে দমাতে পারবে না।”
পাঠকের মন্তব্য