মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পুলিশ ও জনতার পৃথক পৃথক অভিযানে দুই ইয়াবা কারবারী নারী পুলিশ গ্রেফতার।
![]()
সোমবার ৩ নভেম্বর সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত দুই জনকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ।
![]()
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/মোঃ আনিছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত শাহীবাগ সাকিনস্থ আসামী পারুল বেগম টুনি এর বসত অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী পারুল বেগম, টুনি (৩২) কাছ থেকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অপর অভিযানে এসআই(নিরস্ত্র)/অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত চৌমুহনাস্থ হোটেল বিরতির ৩য় তলার ৯ নম্বর রুমের ভিতর থেকে তমিজ উদ্দিন (৫১) কাছ থেকে ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পারুল বেগম (টুনি) শ্রীমঙ্গল শহরতলী শাহীবাঘ এলাকার মো: ছলিম মিয়ার স্ত্রী এবং তমিজ উদ্দিন নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার বরুনা এলাকার মৃত মৃত সনর উদ্দিন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, আমরা পৃথক দুটি জায়গা থেকে নারী ও পুরুষ সহ ৭৬ পিছ ইয়াবা সহ দুজনে গ্রেফতার করেছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।














পাঠকের মন্তব্য