শ্রীমঙ্গলে ছাগল নিয়ে বিবাদে মারপিট: মাসুক মিয়া নিহত, ৪ আসামি গ্রেফতার

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে ছাগল নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাসুক মিয়া (৪০) স্থানীয় ইসলামপাড়ার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।  

০৭ মে সকাল ৮টার দিকে ভূনবীর ইউনিয়নের ইসলামপাড়ায় মাসুক মিয়ার জমিতে প্রতিবেশী সোহেল মিয়ার ছাগল ধানের চারা খেয়ে ফেললে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এতে সোহেল মিয়া ও তার সহযোগীরা মাসুক মিয়াকে মারধর করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১:৩০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মোছা. জামেলা আক্তার শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে সোহেল মিয়া (৩২), মকসুদ মিয়া (৩০), কাশেম মিয়া (২২) ও রুবেল মিয়া (২০)-কে গ্রেফতার করে। প্রধান আসামি সোহেল মিয়াকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

এজাহারে উল্লিখিত রাফি বেগম (২৮) ও ২-৩ অজ্ঞাতনামা ব্যক্তিকে খুঁজছে পুলিশ।

তদন্তকারী অফিসার এসআই অলক বিহারী গুণ জানান, গ্রেফতারকৃতরা আইনের আওতায় শাস্তি পাবে।শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানায়, দুই পরিবারের মধ্যে পূর্বশত্রু ছিল বলে শোনা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মাসুক মিয়ার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন।

নিহতের স্ত্রী জামেলা আক্তার ন্যায়বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মরদেহ পোস্টমর্টেম শেষে গতকাল সন্ধ্যায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ ও স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি বাড়িয়েছে।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও