মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় সন্ত্রাসী ডাকাতি চক্রের আরও এক সদস্য সবুজ মিয়া (৪৭)কে গ্রেফতার করেছে পুলিশ। গত ৫ জুন রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পান্ডারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে লুটকৃত ১২ হাজার ১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়েছে ।
এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ৩১ মে রাতে ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০-১৫ সদস্যের ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুট করেছিল। পুলিশের দ্রুত অভিযানে আগে থেকেই ৩ সদস্যকে আটক করে ৭টি মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
• সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলা রেকর্ড রয়েছে।
• ২০২২ সালে লাউয়াছড়ার এক ডাকাতি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল ।
• কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির নিশ্চিত করেন গ্রেফতারকৃতদের তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে বিশেষ অভিযান চলমান।
লাউয়াছড়ার বনাঞ্চল ও সড়কে গত কয়েক মাসে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়রা আতঙ্কিত। একাধিক শিকার রাস্তায় গাছ ফেলে বাধা দেওয়ার পদ্ধতিকে “প্রাকৃতিক বিপর্যয়ের সুযোগ নেওয়া” বলে উল্লেখ করেছেন ।
জেলা পুলিশ সুপার জনাব এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে অপরাধ দমনে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, “আমরা ডাকাত চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক ভেঙে দেব” ।
এই গ্রেফতারের মধ্য দিয়ে লাউয়াছড়ার ডাকাতি চক্রের মূল হোতা ধরায় পুলিশের সক্ষমতা আবারও প্রমাণিত হলো। তবে স্থানীয়দের দাবি, শুধু গ্রেফতারই নয়, দ্রুত বিচার নিশ্চিত করলেই প্রকৃত শান্তি ফিরবে।
পাঠকের মন্তব্য