জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

ফিলিস্তিনে গির্জায় আগুন দেয়া রুখে দিলো মুসলমানরা, ধরা খেলো ইহুদী

মুক্তিবাণী অনলাইন ডেস্ক

খ্রিষ্টানদের একটি গির্জায় আগুন দেয়া রুখে দিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা। ইসরায়েল কর্তৃক দখলকৃত জেরুজালেমের ‘জাবাল জেইতুন’ অঞ্চলে খ্রিষ্টানদের একটি গির্জায় আগুন দেয়ার সময় স্থানীয় মুসলিম ও খ্রিষ্টান কমিউনিটির হাতে আটক হয় এক উগ্রপন্থী ইয়াহুদি। 

ফিলিস্তিনভিত্তিক নিউজ এজেন্সি আল শাহাবসহ অনেক গণমাধ্যম এ বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। বার্তা সংস্থার প্রতিবেদনগুলো থেকে জানা যায়, গত শুক্রবার জাবাল জেইতুন সংলগ্ন আল-জাসমানি গির্জায় স্থানীয় উপশহরবাসী এক ইয়াহুদি গির্জার ভেতরে ঢুকে পেট্রল ঢেলে বিভিন্ন আসবাবপত্রে আগুন দেয়ার চেষ্টা করেছিল। স্থানীয় মুসলিমরা বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হন এবং তাকে সেখানেই আটক করেন। তাতে আগুনে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা পায় আল-জাসমানিয়া গির্জাটি।

ইয়াহুদি ওই ব্যক্তিকে আটক করার পর সেখানে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এবং সংঘর্ষ বেধে যায়। এ সময় দখলদার ইসরায়েলি সেনারা গির্জায় ঢুকে ওই ইয়াহুদিকে ছাড়িয়ে নেয়। সে সময় ওই ইয়াহুদির নাম পরিচয় জানাও সম্ভব হয়নি।

গির্জায় অগ্নিসংযোগের এ ঘটনায় বিশপ উইলিয়ামস শোমালি তীব্র নিন্দা জানান। তিনি বলেন, একজন উগ্র ইয়াহুদির দ্বারা খ্রিষ্টানদের একান্ত প্রিয় গির্জায় আগুন দেয়ার ঘটনা তাদের হৃদয়কে ক্ষত-বিক্ষত করেছে। এটি একটি ঘৃণ্য ও ন্যক্কারজনক ঘটনা। যারা মানুষ এবং ধর্মের সঙ্গে সুসম্পর্ক ও পুনর্মিলনের কাজ করে এটি তাদের জন্য ক্ষতিকারক।

ফিলিস্তিনের গির্জা বিষয়ক উচ্চতর কমিটির সভাপতি রামজি খুরি বলেন, ‘উগ্র ইয়াহুদি কর্তৃক গির্জায় এ অগ্নিসংযোগের ঘটনা ও হামলা পবিত্র শহর জেরুজালেমের চরিত্র পরিবর্তনের একাধিক পদক্ষেপের একটি অংশ।

তিনি আরও বলেন, মসিজেদ আকসাসহ এসব গির্জায় হামলা, আক্রমণ ও উপাসনাকারীদের হয়রানির ঘটনা দখলদার ইসরায়েলের ভিন্নখাতে প্রবাহিত করার প্রচেষ্টা বা চক্রান্ত।

উল্লেখ্য, ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনের অঞ্চলগুলোতে এর আগেও বহুবার ইয়াহুদিরা মুসলমান ও খ্রিষ্টানদের ধর্মীয় উপাসনালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষতিগ্রস্ত করেছে এসব ধর্মীয় উপাসনালয়। এভাবেই মুসলমান ও খ্রিষ্টানদের ধর্মীয় স্থাপনাগুলো ধ্বংসের অপচেষ্টা চালিয়ে আসছে।

সর্বশেষ আপডেট: ৮ ডিসেম্বর ২০২০, ১০:০৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও