ক্ষমতা ছাড়ার আগে মোদিকে পুরস্কৃত করলেন ট্রাম্প

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগ মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশেষ সম্মানে ভূষিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘Legion of Merit’ সম্মান প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। দু’দেশের কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলা ও ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে এই সম্মান প্রদান করা হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রীর হয়ে পুরস্কারটি গ্রহণ করেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউসে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন। টুইটারে রবার্ট ও’ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান

সূত্র : সময় টেলিভিশন

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও