জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

এমপি মাহমুদুস সামাদের জানাজায় মানুষের ঢল

সিলেট প্রতিনিধি :

সিলেট-৩ আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর জানাজায় দল-মত নির্বিশেষে হাজারও মানুষের ঢল নামে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় ফেঞ্চুগঞ্জের কাশিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রয়াত এই নেতার স্মৃতিচারণ করেন অনেকেই। জানাজা শেষে মরহুমের শেষ ইচ্ছা অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।

এর আগে দুপুর ১২টায় সামাদ চৌধুরীর মরদেহ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সারকারখানা মাঠে নিয়ে আসা হয়। এরপর একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নেওয়া হয়। সেখানে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

২০০৯ সালে নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের বিল উত্থাপন করেন এই সংসদ সদস্য। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ আপডেট: ১৩ মার্চ ২০২১, ০০:২৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও