জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কুরআনের আয়াত বাতিল চেয়ে ভারতে রিটের প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের উচ্চ আদালতে করা রিটের প্রতিবাদে আজ (১৫ই মার্চ) সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্ত¡র হতে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইত্তেফাক মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন  জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মুহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, শামছুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন,  শ্রমিক নেতা আবদুস সালাম, শেখ শরিফ উদ্দীন আহাম্মদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ছাত্রনেতা আবু নোমান, মহানগরী পূর্বের সেক্রেটারি আবুল খায়ের, ঢাকা কলেজ সভাপতি শফিউল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য ও মতিঝিল থানা জামায়াতের আমীর সৈয়দ সিরাজুল হক, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য মতিউর রহমান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ বনি ইয়ামিন, আবদুস ছাত্তার সুমন, শরিফুল ইসলামসহ ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা সমূহের আমীর ও সেক্রেটারি প্রমূখ নেতৃবৃন্দ।

মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ভারতের সর্বোচ্চ আদালতে ওয়াসিম রিজভি নামের এক শিয়া মুসলিম কুলাঙ্গার মহাগ্রন্থ আল-কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে রিট করার ধৃষ্টতা দেখিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিশ্বের মুসলমানরা পবিত্র কুরআনের ২৬টি আয়াত বাতিল করাতো দূরের কথা, কুরআনের একটি হরফ বাতিল বা পরিবর্তনকেও সহ্য করবে না। একইসাথে আমরা বাংলাদেশ সরকারের কাছে আহবান জানায় বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে কুরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে করা রিটের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে। একইসাথে ভারতীয় সরকারের কাছে আমাদের আহবান অবিলম্বে উচ্চ আদালতে দায়েরকৃত রিট প্রত্যাহার এবং রিটকারী শিয়া নেতা ওয়াসিম রিজভিকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকর উদ্যোগ গ্রহণ করুন।

তিনি আরও বলেন, সারাবিশ্বে যখন মুক্তিকামী অন্যান্য ধর্মাবলম্বী মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসছে। তখন কিছু জ্ঞানপাপী কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এইসব ষড়যন্ত্র করে ইসলামের অগ্রযাত্রাকে রুঁখে দেয়া যাবে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীর বিশ্ব হবে কুরআনের বিশ্ব। আগামীর বিশ্ব হবে রাসূল (সা.) এর সু-মহান আদর্শের আলোকে প্রণীত ইসলামের বিশ্ব। তিনি আল-কুরআন ও ইসলামের বিরুদ্ধে এই ঘৃণ্য অপ-তৎপরতা রুঁখে দিতে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য বাংলাদেশ সহ সকল মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহবান জানান।

সর্বশেষ আপডেট: ১৫ মার্চ ২০২১, ১৯:৫৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও