জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, যুবলীগ নেতা আটক

                                                    ফাইল ছবি
ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি :

হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি সংবলিত আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করায় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।তার নাম এমাদ আহমেদ জয়।

রোববার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

এমাদ উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

রোববার বিকালে ইসসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি এম সালমান আহমদ সুজন বলেন, শনিবার বিকালে কথিত এক নারীর ছবির সঙ্গে হেফাজত নেতা ও প্রখ্যাত আলেম মামুনুল হকের ছবি যুক্ত করে অশ্লীল ও আপত্তিকর মন্তব্য জুড়ে এমাদ তার নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন।এ নিয়ে আলেম সমাজ ও হেফাজত অনুসারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরবর্তীতে রোববার দুপুর পৌনে ২টার দিকে পুলিশ উপজেলার বাদাঘাট বাজারের বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক থেকে এমাদকে আটক করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার বলেন, গণবিশৃংখলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তাকে (যুবলীগ নেতা) আটক করে আপাতত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ আপডেট: ৫ এপ্রিল ২০২১, ০২:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও