জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

বোলিংয়ে মিরাজের ফিফটি

মুক্তিবাণী ডেস্ক রিপোর্ট :

শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্রিকেটে বল হাতে উইকেট শিকারে ফিফটি করলেন এই অফ স্পিনার। রোববার শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তার অফ স্পিনে কুপোকাত লংকান ক্রিকেটাররা। 

মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন শ্রীলংকার তারকা ব্যাটসম্যান ধানুশকা গুনাথিলাকা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা ও আশিন বান্দারা।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৩০ রানে মিরাজের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক কুশল পেরেরা। ইনিংসের শুরু থেকেই দেখেশুনে খেলে যান তিনি। লংকান এই অধিনায়ককে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরান মিরাজ।

কুশল পেরেরা আউট হওয়ার পর মাত্র ৮ রানের ব্যবধানে ধনঞ্জয়া ডি সিলভা ও আশিন বান্দারাকে সাজঘরে ফেরান মিরাজ। এদিন ১০ ওভারে মাত্র ৩০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সুবাদে উইকেট শিকারে ফিফটি করেন মিরাজ। ৪৮টি ওয়ানডে ম্যাচ খেলে ইতোমধ্যে ৫১ উইকেট শিকার করেছেন ২৩ বছর বয়সী এই স্পিনার।

ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ২৬৯ উইকেট শিকার করেন মাশরাফি বিন মুর্তজা ও ২৬৭ উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। ২০৭ উইকেট শিকার করে তৃতীয় পজিশনে আছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার ও বর্তমান ক্রিকেট দলের নির্বাচক আব্দুর রাজ্জাক।

তবে টেস্ট ২৬ ম্যাচে অংশ নিয়ে ১০৪ উইকেট শিকার করেন মিরাজ।

সর্বশেষ আপডেট: ২৩ মে ২০২১, ২১:০২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও