জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

যশোরে করোনা শনাক্তের হার বাড়ছেই

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

যশোরে করোনা শনাক্তের হার বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১৬১ জনের করোনার শনাক্ত হয়েছে। সোমবার শনাক্তের হার ২৯শতাংশ। রোববার সংক্রামনের হার ছিল ২৩ শতাংশ।

সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। মে মাসে গড় শনাক্তের হার ছিল ১৮ শতাংশ। তবে চলতি সপ্তাহে এ হার বাড়তে শুরু করে। গত বৃহষ্পতিবার শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। শুক্রবার এ হার ছিল ২৩ শতাংশ। শনিবার ছিল ২০ শতাংশ। রোববার সেটা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। আর গত ২৪ ঘন্টায় যশোর জেলায় ৫৫৩জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তাতে শনাক্তের হার দাঁড়ায় ২৯ শতাংশ।

এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৪২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮২জন। গত ২৪ ঘন্টায় করোনায় কেউ মারা যায়নি। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৬জন রোগী।

সর্বশেষ আপডেট: ৭ জুন ২০২১, ১৪:৪৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও