জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

আট উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

শততম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টি-টোয়েন্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেয়া ১৫৩ রানের টার্গেটে সৌম্য সরকারের ৫০ ও মোহাম্মদ নাঈমের অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশ। আজ একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে ১০ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে মাধভেরকে সঙ্গে নিয়ে ৬৪ রানের জুটি গড়েন চাকাভা। ২৩ রান করে মাধভের আউট হলেও দারুন খেলতে থাকেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ২৩ মাস পর টি-টোয়েন্টিতে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখাপান সাকিব, মাধভেরকে রিটার্ন ক্যাচে পরিণত করে। দলীয় ৯৩ রানে ৪৩ রান করে রান আউটের কবলে পড়েন চাকাভা।

পরের ওভারেই অধিনায়ক সিকান্দার রাজাকে প্যাভিলিয়নের পথ ধরান শরিফুল ইসলাম। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি জিম্বাবুয়ে। শরিফুল, সাইফুদ্দিন ও মোস্তাফিজের বোলিং তোপে ১৫২ রানে অলআউট হয় তারা। মোস্তাফিজ তিনটি, শরিফুল ও সাইফুদ্দিন দুইটি করে উইকেট দখল করেন। একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।

ব্যাট হাতে ৫০ ও বল হাতে ১ উইকেটের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।এর আগে একমাত্র টেস্টে দারুন জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ।

সর্বশেষ আপডেট: ২২ জুলাই ২০২১, ২১:৫৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও