সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি লুৎফুরের ইন্তেকাল

সিলেট প্রতিনিধি :

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।

বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর রেজওয়ান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ জুলাই অসুস্থ হয়ে পড়লে তার নমুনা পরীক্ষা করানো হয়। এতে করোনা পজিটিভ আসে। এরপর নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন লুৎফুর রহমান। দুই দিন আগে আবারো হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাডভোকেট লুৎফুর রহমানকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল।

বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। রাত ২টার দিকে তার অবস্থার আরও অবনতি হয়। পরে বিকালে তিনি মারা যান।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও