জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মাধবপুরের ১১ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

হবিগঞ্জ প্রতিনিধি :

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থিতা ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাধবপুর উপজেলায় যারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন, তারা হলেন— ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজবাহুর পলাশ, ২নং চৌমুহনী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আপন মিয়া, ৩নং বহরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, ৪নং আদাঐর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ফারুখ পাঠান, ৬নং শাহজাহানপুর ইউনিয়নে আওয়ামী লীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন খান, ৭নং জগদীশপুর ইউনিয়নে সৈয়দ ইমরুল হাসান রাসেল, ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামী লীগ সেক্রেটারি শামীম রহমান, ৯নং নয়াপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ১০নং ছাতিয়াইন ইউনিয়নে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রিনা, ১১নং বাঘাসুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এখলাছ মিয়া।

জেলা থেকে ৩২ সদস্যের একটি প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হয়। প্রার্থী ঘোষণার সপ্তাহ আগ থেকেই মনোনয়নপ্রত্যশীরা ঢাকায় অবস্থান নেন।

এবার তরুণদের প্রার্থী হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নে এক নারীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এই প্রথম মাধবপুর উপজেলায় কোনো নারী আওয়ামী লীগের সমর্থন নিয়ে চেয়াম্যান প্রার্থী হলেন।

সর্বশেষ আপডেট: ৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও