জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মৌলভীবাজার জেলা যুবলীগের সম্মেলন,শহরে ঝুলছে বর্ণিল ব্যানার-পোস্টার !

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজার এখন যেন ব্যানার আর পোস্টারের শহর। অলিগলি থেকে শুরু সড়ক কিংবা দেয়ালে ঝুলে আছে বর্ণিল ব্যানার-পোস্টার। এসব ব্যানার-পোস্টারে স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের পছন্দের ব্যক্তিকে দলের সভাপতি-সম্পাদক পদে নির্বাচিত করার জন্য প্রচারণা চালাচ্ছেন।


দীর্ঘ পাঁচ বছর পর ১০ অক্টোবর সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এর আগে ২০১৭ সালের ৪ মে মৌলভীবাজার জেলা যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ রেজাউর রহমান সুমন নির্বাচিত করার দুই বছর পর ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়েছিল।


তৃণমূলের নেতা-কর্মীরা বলেন,সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের অনেক বড় নেতা উপস্থিত থাকবেন।আমরা চাই ভোটের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।বিগত সময়ে যাঁরা সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন, কর্মীদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন,তাঁদেরই ভোটাররা নির্বাচিত করতে চায়।


সম্মেলনের বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক  ও পৌর মেয়র মো: ফজলুর রহমান বলেন,কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরা আসছেন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে এই প্রত্যাশা ।


জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মো: কামাল হোসেন মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, তৃণমূলের নেতা-কর্মীদের চাহিদা হচ্ছে যোগ্য নেতৃত্ব দেখে চেক এন্ড ব্যালেন্স করে কমিটি দেওয়া হউক।


সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ১৯ নেতাকর্মী ইতোমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১০ জন রয়েছেন।


সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক পান্না দত্ত, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফাহিম, যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক, সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব,সদস্য মোবাশ্বির আহমেদ, সহ সম্পাদক সিতার আহমদ, সাবেক ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি ।


সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত,সাংগঠনিক সম্পাদক সুমেশ দাশ যীশু, প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, অর্থ সম্পাদক সন্দীপ দাস, উপদপ্তর সম্পাদক তুষার আহমদ, সহসম্পাদক সাদমান সাকিব চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি ও সৈয়দ নাজমুল প্রমুখ।


গত ১৩ মে কেন্দ্রীয় যুবলীগ মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করে। এদিকে এই নির্দেশনার পর পরই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।


এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নেতা কর্মীদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে এগিয়ে রয়েছেন তারা হলেন,সভাপতি পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ ।


সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গৌছ উদ্দিন নিক্সন,সাংগঠনিক সম্পাদক হোসেন মো. ওয়াহিদ সৈকত।

সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০২২, ০১:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও