জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর জানাজায় মানুষের ঢল

বিশেষ প্রতিবেদক :

খেলাফত  মজলিসের আমির মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী (ইন্দেশ্বরী) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার লাখো জনতা


৮ এপ্রিল শনিবার (১৬ই রমজান) বিকাল ৩ টার দিকে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


নামাজে জানাজা শেষে তাকে শহরের টিলাবাড়ি কবরস্থানে দাফন করা হয়।


জানাযার নামাজে বক্তারা বলেন, মাওলানা মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী নির্দোষ ব্যক্তি ছিলেন। তিনি সারা জীবন মানুষকে ইসলামের পথে ডেকেছেন। শুধু তা-ই নয় তিনি সারা বিশ্বের কাছে একজন ইসলামের খাদেম হিসেবে পরিচিত ছিলেন। আল্লাহ তাকে জান্নাতে উত্তম জায়গা দান করবেন।


উল্লেখ্য শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জে একটি দলীয় ইফতার মাহফিলে স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।


গত জানুয়ারি মাসে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী খেলাফত মজলিসের আমির পদে নির্বাচিত হন। এর আগে তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন মাদরাসায় শায়খুল হাদিস ও মুহাদ্দিস পদে হাদিসের দরস দেন। মৌলভীবাজার সরকারি কলেজেও অধ্যাপনা করেন।

সর্বশেষ আপডেট: ৯ এপ্রিল ২০২৩, ০৩:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও