প্রতারক হাবিবুর গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ

মৌলভীবাজারে প্রতারণার মামলার আসামি মো: হাবিবুর রহমান ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।


মৌলভীবাজার মডেল থানার এসআই রতন কুমার হালদার এসআই মাহবুবসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিতিত্তে ১৮ এপ্রিল মঙ্গলবার বিকেলে শহরের  চৌমুহনী এলাকা অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান নোয়াখালীর বাসিন্দা।


পুলিশ সূত্রে জানাযায়, হাবিবুর সিলটের ভাষা শিখে মানুষকে বিভ্রান্তের মাধ্যমে প্রতরনায় করে এসপি, এমপিসহ মন্ত্রীদের নাম ব্যবহার করে চলছিল এ প্রতারক। মোবাইল ফোন চুরি চিন্তাই,সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে প্রতারক হাবিবুর রহমান। কখনো নোয়াখালী আবার কখনো লক্ষীপুর জেলার বাসিন্দা বলে বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করেছে, যেমন হাবিব, হাবুল্লাহ, হাবিবুর রাজু, রাজনসহ বিভিন্ন নাম বহুরুপি প্রতারকের।



জানা যায়, এক ভুক্তভোগিকে মসজিদে নিয়ে কসম করায় যে তুমি মুসলমান আমি মুসলমান নবীর উম্মত। মুসলমানদের দোহাই দিয়ে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। কখনো এমপি মন্ত্রীর পাহারাদার বলে প্রতারণা করে। ঢাকায় গিয়ে আবার স্ট্যাম্পে সই করে ২-লক্ষ টাকা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা এক ব্যবসায়ীর কাছ থেকে। টাকা নিয়েও থেমে থাকেনি প্রতারক হাবিব, অন্যায়ভাবে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মামলা দেয়। অনেক সময় সহজ সরল মানুষদের টুপি পড়িয়ে ধোকা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।


তার বিরুদ্ধে বিভিন্ন থানায়  ভুক্তভূগিরা প্রতারকের নামে একাধিক মামলা করেছে।


হাবিব  বিগত কয়েক মাস আগে লক্ষীপুর জেলখানায় জেল কেটে ১২ লক্ষ টাকা প্রতারনা মামলায় বের হয়ে আসে। জেল থেকে বের হয়ে প্রায় ২ বছর ছিল আত্মগোপনে, এতপর থেকে বিভিন্ন জায়গায় সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে প্রতারক হাবিবুর রহমান। সম্প্রতি একটা প্রতারনার মামলায় ওয়ারেন্ট হওয়ায় মৌলভীবাজার পুলিশের হাতে গ্রেফতার হয়।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও