মৌলভীবাজার পৌরসভার সার্বিক তত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত শাহ্ মোস্তফা রোড সংলগ্ন নবনির্মীত দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দান।
দৃষ্টিনন্ধন ঈদগাহ ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতিও শেষ, তাই চারদিকে সাজ সাজ রব। যেন চিরচেনা রূপে ফিরেছে ঈদগাহ ময়দান।
পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জানান, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রথম জামাত সকাল সাড়ে ৬টায় : ইমামতি করবেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত : ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ আহমদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাত : ইমামতি করবেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
ঈদগাহ সম্প্রসারণে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে মেয়র আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান মৌলভীবাজার বাসীকে।














পাঠকের মন্তব্য