মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) শাহ্ মোস্তফা রোড সংলগ্ন দৃষ্টিনন্দন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহঃ) পৌর ঈদগাহ ময়দানে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
জামাতে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হক,পৌর মেয়র ফয়জুর রহমান প্রমুখ।
এ ছাড়া জেলার ৭টি উপজেলায় শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাতে ইমামতি করেন মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মুফতি সৈয়দ মুহিত উদ্দীন। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন দরগাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মির্জা শামীম আহমদ।
সকাল সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন পূর্ব ধরকাপন জামে মসজিদের ইমাম মাওলানা আসাদ আহমদ চৌধুরী।
সকাল সাড়ে ৮ টায় তৃতীয় জামাতে ইমামতি করেন দারুল উলুম জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। সানী ইমাম হিসাবে সানী ইমাম হিসাবে দায়িত্ব পালন করেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।














পাঠকের মন্তব্য