শ্রীমঙ্গলে ৩য় জাতীয় চা দিবস ২০২৩ এর উদ্বোধন

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মত ‘জাতীয় চা দিবস’ এর উদ্বোধন করা হয়েছে।


রোববার (৪ জুন) সবালে বাংলাদেশ চা গবেশণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় মাঠে এ জাতীয় চা দিবস এর শুভ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


অনুষ্ঠানে সভাপতিত্ব তপন কান্তি ঘোষ সিনিয়র সচিব, বানিজ্য মন্ত্রণালয়।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জ সদস্য আব্দুস শহীদ এমপি,বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: আশরাফুল ইসলাম।


এছাড়াও চা বোর্ডের কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন বাগানের মালিকগণ ও চা শ্রমিকরা উদ্বোধন অনুষ্ঠানে ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


একই সঙ্গে দেশে প্রথমবারের মত ‘জাতীয় চা পুরস্কার ২০২৩’ দেওয়া হবে ও  আটটি ক্যাটাগরিতে আট ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।


এ ছাড়া দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী চা মেলার আয়োজন করা হয়েছে। চা মেলাতে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন ও বিক্রি করা হবে। দর্শনার্থীদের জন্য দিনব্যপী চা মেলা উন্মুক্ত থাকবে। এ ছাড়াও বঙ্গবন্ধু প্যাভেলিয়ন এবং শ্রীমঙ্গলের টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ আপডেট: ৪ জুন ২০২৩, ১১:৫৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও