দলের চোট আক্রান্ত সতীর্থকে জয় উৎসর্গ মেসির !

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ইন্টার মায়ামির হয়ে অভিষেক ম্যাচ রাঙালেন। তার পায়ের জাদুতে প্রায় ভুলতে বসা জয়ের স্বাদ পায় ডেভিড ব্যকহামের দলটি।দারুণ এক ফ্রি-কিকে আজুলের বিপক্ষে মায়ামির জয়ের নায়ক মেসি জয় উৎসর্গ করলেন মায়ামি সতীর্থ ইয়ান ফ্রেকে।

এই আমেরিকান ডিফেন্ডার ম্যাচের মাঝপথে কারও সংস্পর্শ ছাড়াই মাঠে পড়ে যান। কেঁদে মাঠ ছাড়েন তিনি। ২০ বছর বয়সী এই ডিফেন্ডারের এন্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট দুইবার ছিঁড়ে গেছে, সম্ভবত আবারও একই চোটে পড়েছেন।

মেসি বলেছেন, ‘এই জয় আমি ইয়ান ফ্রেকে উৎসর্গ করছি, যে ইনজুরিতে লকার রুমে যন্ত্রণায় ভুগছে। সে দুটি গুরুতর ইনজুরি কাটিয়ে ফিরেছিল এবং দুর্ভাগ্যবশত আবারও একটি ইনজুরিতে পড়তে হলো।’

মেসির এই গোলে মায়ামি এগারো ম্যাচে প্রথম জয় পেলো।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও