নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশার বেশ সুখের সংসার। ফারুকীর কাজে তিশা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।
সম্প্রতি ফারুকীর তত্ত্বাবধানে প্রেমভিত্তিক গল্প নিয়ে ১২টি ওয়েব ফিল্ম ‘মিনিস্ট্রি অফ লাভ’ নির্মাণের ক্ষেত্রে ফারুকী এর পুরো কৃতিত্ব দেন স্ত্রী তিশাকে। এ প্রসঙ্গে তিশা বললেন, সহধর্মীণি হিসেবে আমি তাকে উৎসাহ দেই, সাহস যোগাই, ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করি।
কাজের ক্ষেত্রে হোক বা সেটা অন্য কোন বিষয়ে। সে যেটা বলেছে, এই প্রজেক্টের মূল চিন্তা আমার, সেটা না। অনেকদিন ধরে সে আমাকে বলছিল, একটা প্রেমের গল্প করতে চাই। তখন আমি বললাম, একটা কেন? করলে অনেকগুলো করতে হবে। কারণ, একটা দিয়ে তো খুব বেশি পরিবর্তন সম্ভব হয় না। সেই জায়গা থেকে ও হয়তো সেটার উদ্যোগ নিয়েছে। তিশা বলেন, আমাকে পরিচালনার কথা অনেকেই বলেন। তবে এই পরিচালকের সঙ্গে ১২ বছর সংসার করে বুঝেছি, পরিচালনা খুবই কঠিন কাজ। আমি যখন পরিচালকের (ফারুকী) সঙ্গে ছিলাম না, তখন পরিচালনার কথা ভাবতাম। এখন সেটা করতে চাই না। কারণ, পরিচালনা অনেক কঠিন একটা কাজ।
পাঠকের মন্তব্য