জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

গাজায় যুদ্ধ করতে এসে সক্ষমতা হারিয়েছে ২ হাজার ইসরাইলি সৈন্য

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধ করতে এসে এখন পর্যন্ত সক্ষমতা হারিয়েছে দুই হাজার ইসরাইলি সৈন্য।

শনিবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ইসরাইলি গণমাধ্যম সূত্রে বলা হয়েছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, গাজায় যুদ্ধে করতে এসে এখন পর্যন্ত সক্ষমতা হারিয়েছে দুই হাজার ইসরাইলি সৈন্য। এছাড়া আহত হয়েছে আরো পাঁচ হাজার সৈন্য। নিহত হয়েছে অন্তত ৪২০ জন।

এদিকে, গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে তীব্র লড়াইয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শুক্রবার জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। এর প্রতিবাদে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

জাতিসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং আরব দেশগুলোর নেতৃত্বে অবিলম্বে একটি যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান চাপ ওয়াশিংটনের ভেটো প্রদানের মাধ্যমে অকার্যকর করে দিয়েছে।

আমেরিকান দূত রবার্ট উড বলেছেন, রেজোলিউশনটি ‘বাস্তবতা থেকে ভিন্ন’ এবং এতে ‘সেখানে লক্ষ্য অর্জিত হবে না।’

দ্রুততার সাথে এবং একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান অপরিবর্তিত রেখে আনা এই প্রস্তাবের জন্য তিনি রেজোলিউশনের পৃষ্ঠপোষকদের সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন।

রবার্ট উড বলেন, ‘এই রেজোলিউশনে এখনো একটি নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান রয়েছে। এটি হামাসকে ৭ অক্টোবর যা করেছিল তার পুনরাবৃত্তি করতে সক্ষম করে দেবে।’

ইসরাইল ওয়াশিংটনের ভেটোর প্রশংসা করেছে, দেশটির জাতিসঙ্ঘের দূত গিলাদ এরদান তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।

ভোটের আগে গুতেরেস বলেছেন, ‘ইসরাইলে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনি জনগণের সম্মিলিত শাস্তিকে কখনই সমর্থন করতে পারে না।’

ইসলামপন্থী আন্দোলনকে ধ্বংস করার অঙ্গীকার করে ইসরাইল অবিরামভাবে গাজায় নজিরবিহীন বিমান হামলা এবং স্থল অভিযান শুরু করে। এখন তারা দক্ষিণ ইসরায়েলে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৩, ১৫:২৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও