জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

কুমিল্লা ১১টি সংসদীয় আসনে বিজয়ী যারা।

ফাইল ছবি
ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সংসদীয় আসন - ১ দাউদকান্দি ও তিতাস কেন্দ্র ১৫৭ আবদুস সবুর (নৌকা) - ১,৫৯,৭৩৮  বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈম হাসান (ঈগল) - ২৩,৬৭৩। 

কুমিল্লা সংসদীয় আসন - ২ মেঘনা ও হোমনা - কেন্দ্র ৯৪ অধ্যাপক আব্দুল মজিদ (ট্রাক) - ৪৪,৪১৪ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমা আহমেদ (নৌকা) - ৪২,৪৫৩।

কুমিল্লা সংসদীয় আসন - ৩ মুরাদনগর - কেন্দ্র ১৪৮জাহাঙ্গীড়র আলম সরকার (ঈগল)- ৮৩,৯৭১ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউসুফ আব্দুল্লাহ হারুন (নৌকা) - ৭২,০১৪।

কুমিল্লা সংসদীয় আসন - ৪ দেবিদ্বার - কেন্দ্র ১১৪ আবুল কালাম আজাদ (ঈগল) - ৯৬,৮০৭ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা) - ৮১,২৫৭।

কুমিল্লা সংসদীয় আসন - ৫ বুড়িচং -  কেন্দ্র ১৪০ এম এ জাহের (কেটলী) - ৬৫,৮১০ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন (ফুল কপি) - ৬১,৫২২।

কুমিল্লা সংসদীয় আসন - ৬ কুমিল্লা সদর - কেন্দ্র ১৫২ আকম বাহা উদ্দিন বাহার (নৌকা) - ১,৩২,২১০ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী আঞ্জুম সুলতানা (ঈগল)- ৪৪,৯৬৬।

কুমিল্লা সংসদীয় আসন - ৭ চান্দিনা - কেন্দ্র ৮৯ ডাক্তার প্রাণ গোপাল দত্ত (নৌকা)- ১,৭৩,৬৭৬ ভোট বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী মুনতাকিম আশরাফ টিটু (ঈগল) - ১১,৬৬৮ ভোট।

কুমিল্লা সংসদীয় আসন - ৮ বরুড়া - কেন্দ্র ১০৩ আবু জাফর মোঃ শফিউদ্দিন (নৌকা) - ২,০০,৭২৭ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী এইচ এম এম ইরফান (লাঙ্গল) - ৩,৭২১।

কুমিল্লা সংসদীয় আসন - ৯ লাকসাম ও মনোহরগঞ্জ -কেন্দ্র-১২৬ তাজুল ইসলাম (নৌকা) - ২,৩৩,৯৪৬ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর ছিদ্দিক (চেয়ার)- ৮,২৬০।

কুমিল্লা সংসদীয় আসন - ১০ নাঙ্গলকোট - কেন্দ্র ১৮৭ আহম মুস্তফা কামাল (নৌকা) - ২,৩২,৬৯৯ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী জোনাকী মুনসী (লাঙ্গল) - ৮,৫৪৮।

কুমিল্লা সংসদীয় আসন - ১১ চৌদ্দগ্রাম - কেন্দ্র ১২৫ মোঃ মজিবুল হক (নৌকা) - ১,৮১,৬৭৪ বিজয়ী নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (ফুল কপি) ২২,৭০০।

ফাইল ছবি

সর্বশেষ আপডেট: ৮ জানুয়ারী ২০২৪, ০৮:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও