জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

মৌলভীবাজার-১ আসনে মো: শাহাব উদ্দিন চতুর্থ বারের মতো নির্বাচিত, ভোটের হার ৪৬.২২ ভাগ

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজার-১  (বড়লেখা-জুড়ী) :  এ আসনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। হেভী ওয়েট প্রার্থী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন (আওয়ামী লীগ) নৌকা প্রতীক নিয়ে ১,৩৬,৩০৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি চতুর্থ বারের মতো নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ রিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীক নিয়ে ৩,০৯৮ ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের হার ৪৬.২২ ভাগ।

এ আসনে মো: আনোয়ার হোসেন (তৃণমূল বিএনপি) সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫৩৭টি। মো: ময়নুল ইসলাম (স্বতন্ত্র)   ট্রাক প্রতীক নিয়ে ২৫২৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা : ৩ লক্ষ ১৫ হাজার ৬‘শ ৩৫ জন। ভোটকেন্দ্র  ১১২ টি।

মৌলভীবাজার-১ সংসদীয় আসন থেকে ১৯৮৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত যারা নির্বাচিত হন :১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ইমাম উদ্দিন নির্বচিত হন।

১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পাটির এবাদুর রহমান চৌধুরী।(১৯৮৮ সালের নির্বাচন আওয়ামীলীগ, বিএনপিসহ প্রধান রাজনৈতি দল নির্বাচন বর্জন করে)

১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম নির্বাচনে এবাদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি থেকে নির্বাচিত হন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ট সংসদে নির্বাচিত হন বিএনপির সিরাজুল ইসলাম।

১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম নির্বাচনে এবাদুর রহমান চৌধুরী বিএনপি থেকে নির্বাচিত হন।

২০০১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে বিএনপি থেকে এবাদুর রহমান চৌধুরী।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মোঃ শাহাব উদ্দিন।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মোঃ শাহাব উদ্দিন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মোঃ শাহাব উদ্দিন ।

২০২৪ ইংরেজীর ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মোঃ শাহাব উদ্দিন নির্বাচিত হন।

ছবি মুক্তিবাণী

সর্বশেষ আপডেট: ৯ জানুয়ারী ২০২৪, ০১:৩০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও