জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

উপকূলে করোনা সচেতনায় কাজ করছে ‘কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক’

রুদ্র রুহান, বরগুনা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন দিশেহারা তখন বরগুনায় গণসচেতনতায় প্রচারণা, মাষ্ক বিতরণ ও দুস্থদের খাদ্য সহায়তা দেয়ায় কার্যক্রম হাতে নিয়েছে ‘কোস্টাল ইয়ুথ ফোরাম’। বরগুনার ২৫টি  যুব সংগঠনের সমন্বয়ে গঠিত ‘কোস্টাল ইয়ুথ ফোরাম’র শতাধিক তরুণ একযোগে মাঠে নেমেছে করোনা ভাইরাসের বিস্তার রোধে গণসচেতনতা  ও দুস্থদের সহায়তায়। ইতোমধ্যেই সংগঠনটি এলাকায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে এলাকায় মাইকিং, প্রচারপত্র ও মাস্ক বিতরণ শুরু করেছে।

কোস্টাল ইয়ুথ ফোরামের সমন¦য়ক ও স্থানীয় উন্নয়ন সংগঠন জাগো নারী’র পরিচালক, জনসংযোগ, ডিউক ইভান আমিন বলেন, করোনা ভাইরাসের বিন্তার ঠেকাতে উপকূলীয় জেলা বরগুনার যুব সংগঠনগুলোর সমন্বয়ে কোস্টাল ইয়ুথ ফোরাম গঠন করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সাথে ২৫টি যুব সংগঠন থেকে শতাধিক কর্মী যুক্ত হয়েছে। যারা উপকূলীয় এলাকায় গণসচেতনতায় প্রচারণা কার্যক্রম চালাচ্ছে। আমাদের কোনো ফান্ড নেই। মূলত, সংগঠনগুলো থেকে চাঁদা তুলে ও বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহায়তা নিয়ে আমরা এ কার্যক্রমের সূচনা করেছি। আমাদের লক্ষ উপকূলের মানুষদের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সুরক্ষা দেয়া। এ লক্ষে আমরা ইতোমধ্যে প্রচারপত্র ও মাস্ক বিতরণ এবং মাইকিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এছাড়াও শ্রমজীবী মানুষদের যথাসাধ্য খাদ্য সহায়তা দেয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষে আমরা ফান্ড কালেকশন করছি। আমরা কমিউনিটি রেডিও লোকাবেতারে কুইজ প্রতিযোগীরা মাধ্যমে সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছি। তিনি বলেন, উপকূলীয় এলাকার মানুষ সচেতনতায় পিছিয়ে রয়েছে, ধর্মীয় প্রভাবে  প্রভাবিত এই জনগোষ্ঠিকে আমরা মসজিদের ইমামগনের সহায়তায় সচেতন করার চেষ্টা করছি। আমাদের কার্যক্রমে জেলা প্রশাসন ও স্থানীয় স¦াস্থ্যবিভাগ সহায়তা করছে। পাশাপাশি আমরা দাতা সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে আমাদের কর্মীদের সুরক্ষার সামগ্রি ও প্রচারপত্রসহ অন্যান্য সামগ্রি জোগারের চেষ্টা চালাচ্ছি।

কোস্টাল ইয়ুথ ফোরামের সাথে যুক্ত সংগঠনগুলো হল জাগোনারী, এফ এম করিম ফাউন্ডেশন, দুর্বার, খেলাঘর আলোড়ন  উৎসর্গ, লোকবেতার, নাগরিক অধিকার, অ্যাডভোকেট সুনাম দেবনাথ ব্ল্যাড ফাউন্ডেশন, রেডক্রিসেন্ট, সবুজ বরগুনা, বিডি ক্লিন বরগুনা, হিমু পরিবহন, জাগরন, বরগুনা ইয়ুথ ফোরাম, পরিবর্তন চাই, স্কাউট, ধ্রুব ফাউন্ডেশন, ইয়ুথ এনডিং হাঙ্গার বাংলাদেশ, আলোকযাত্রা, অনলাইন স্কিলটেক, শেড বরগুনা, এভারগ্রীণ. বদলে যাও বদলে দাও,  স্টুডেন্ট এণ্ড সোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন, সবুজ বাংলাদেশ ও কাটাখালি একতা ক্লাব

বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান বলেন, কোস্টাল ইয়ুথ ফোরামের এ ধরণের উদ্যোগকে স¦াগত জানাচ্ছি। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সংগঠনটিকে যথাসাধ্য সহায়তা করব। তবে সংগঠনের কর্মীদের অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে প্রচারণা কার্যক্রম পরিচালনা করতে হবে। সবার একযোগে প্রচেষ্টা আমরা চলমান করোনা দূর্যোগ মোকাবেলায় করতে পারবো।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, বরগুনা জেলা প্রশাসন সবসময়ই ভালো উদ্যোগে সহায়তা দিয়ে আসছে। তরুণদের এমন উদ্যোগ প্রশংসনীয়। আমরা আশা করি এই সংকটকালীন মুহুর্ত কাটিয়ে উঠতে সমর্থ হব। কোস্টাল ইয়ুথ ফোরামের কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন সম্ভব সব ধরণের সহায়তা করতে প্রস্তত।

সর্বশেষ আপডেট: ২৬ মার্চ ২০২০, ১৭:২৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও